Photoshop Layer's

About Layers

Allow you to work on one element of an image without disturbing the others. Think of layers as sheets of acetate stacked one on top of the other. You can see through transparent areas of a layer to the layers below. You can change the composition of an image by changing the order and attributes of layers. In addition, special features such as adjustment layers fill layers, and layer styles let you create sophisticated effects. A new image in Photoshop or Image Ready has a single layer. The number of additional layers, layer effects, and layer sets you can add to an image is limited only by your computer’s memory


লেয়ার বা স্থর

Photoshop এর অন্যতম প্রয়োজনীয় বিষয় হল লেয়ার বা স্থর।একটি প্রোফেশনাল ডিজাইন অনেকগুলো লেয়ার এর ম্যাধমে সম্পন্ন হয়ে থাকে। লেয়ার ছাড়া কোন সুন্দর effect দেওয়া হলেও তা অতটা সুন্দর দেখায় না।
কাজের ধারা অনুযায়ী লেয়ার জঅনেক গুলো হতে পারে, এই সকল লেয়ার মূলত একটার উপর আরেকটা অবস্থান নেয়। যেমন আমরা যদি মুখে কোন মুখোশ পরিধান করি তাহলে মুখোশটি হবে Layer 01 আর আমাদের মুখ হবে তার পটভুমি বা Background layer. তাহলে বলা যায় যে পটভুমির উপর তৈরিকৃত ধাপ বা স্থর কে লেয়ার বলা হয়।আশা করি লেয়ার সম্পকে আপনাদর ধারণা প্রদান করতে পারলাম,ধন্যবাদ।